ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ‘চোরাচালানকারী’: রণধীর জয়সওয়াল
ভারতের ত্রিপুরায় গণপিটুনিতে তিন বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে, তার জবাবে পাল্টা অবস্থান জানিয়েছে ভারত সরকার।
গত বুধবার (১৫ অক্টোবর) ত্রিপুরার সীমান্তবর্তী এলাকায় গণপিটুনিতে নিহত হন তিন বাংলাদেশি। এ নিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ‘এই জঘন্য অপরাধ মেনে নেয়া যায় না। এটি মানবাধিকার ও আইনের শাসনের লঙ্ঘন।’
শুক্রবার (১৭ অক্টোবর) দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল ওই তিন বাংলাদেশিকে ‘চোরাচালানকারী’ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, ‘১৫ অক্টোবর ত্রিপুরায় যে ঘটনা ঘটেছে, সেখানে তিনজন বাংলাদেশি পাচারকারী নিহত হন। তারা বাংলাদেশ থেকে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বিদ্যাবিল গ্রামে গরু চুরির চেষ্টা করেছিল।’
জয়সওয়ালের দাবি, ‘চোরাচালানের সময় তারা লোহার রড ও ছুরি দিয়ে গ্রামবাসীদের ওপর হামলা চালায়, এতে কয়েকজন আহত হন এবং একজন গ্রামবাসী নিহত হন। এরপর স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন দুই চোরাচালানকারীকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং তৃতীয় ব্যক্তি পরের দিন হাসপাতালে মারা যান। এ ঘটনায় পুলিশ একটি মামলাও দায়ের করেছে। নিহত তিনজনের মৃতদেহ বাংলাদেশি পক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জয়সওয়াল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে