জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিনজন কারাগারে
মালয়েশিয়ায় জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে আটকের পর দেশে ফেরত পাঠানো তিন বাংলাদেশিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৪ জুলাই) ঢাকায় নামার পর পরই তাদের গ্রেপ্তার করেছিল পুলিশ। শনিবার (৫ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তিনজনকেই কারাগারে আটকে রাখার আবেদন জানানো হয়। আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালত।
বিমানবন্দর থানার প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) বখতিয়ার জানান, ওই তিনজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
শুক্রবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে সংবাদ সম্মেলনে দেশটির পুলিশ প্রধান খালিদ ইসমাইল জানান, জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ৩৬ জন বাংলাদেশিকে আটকের পর তিনজনকে দেশে ফেরত পাঠানো হয়েছে। সিরিয়া ও বাংলাদেশে আইএস (ইসলামিক স্টেটস) সংশ্লিষ্ট গ্রুপগুলোকে অর্থ সহায়তা পাঠাতেন তারা।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া আরও পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে। আরও ১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। বাকিরা এখনো পুলিশ হেফাজতে রয়েছেন এবং তদন্ত চলছে। পুলিশ প্রধানের মতে, এই নেটওয়ার্কে ১০০ থেকে ১৫০ জনের সম্পৃক্ততা থাকতে পারে।
মালয়েশিয়া পুলিশের দাবি, ওই বাংলাদেশিরা আন্তর্জাতিক মানি ট্রান্সফার সার্ভিস ও ই-ওয়ালেট ব্যবহারে অর্থ পাঠাতেন, যা সিরিয়া ও বাংলাদেশে আইএসের সেলগুলোকে সহায়তা করতো। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ও মেসেজিং অ্যাপ ব্যবহারে উগ্র মতবাদ প্রচার এবং অন্য বাংলাদেশি শ্রমিকদেরও চক্রে যুক্ত করার চেষ্টা চালাতেন।
২০১৬ সালে কুয়ালালামপুরে আইএস সংশ্লিষ্ট বিস্ফোরণের পর থেকে সরকার জঙ্গিবাদ দমনে কঠোর অবস্থান নিয়েছে মালয়েশিয়ার সরকার। এখন পর্যন্ত শত শত সন্দেহভাজনকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে