Views Bangladesh Logo

ত্রিপুরায় ৩ বাংলাদেশিকে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের ত্রিপুরা রাজ্যে সীমান্ত অতিক্রমের পর তিন বাংলাদেশি নাগরিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতরা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা। তাদের মরদেহ বর্তমানে ভারতের খোয়াই জেলার সামপাহার থানায় রাখা হয়েছে।

নিহতরা হলেন আলীনগর গ্রামের আশাব আলীর ছেলে জুয়েল মিয়া (৩২), বাসুল্লা গ্রামের কোনা মিয়ার ছেলে পাতি মিয়া (৪৫) এবং কবিলাসপুর গ্রামের কাদ্দুস মিয়ার ছেলে সোজ্জাল মিয়া (২০)।

৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, গোয়েন্দা তথ্য অনুযায়ী তিনজন দুই থেকে তিন দিন আগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিদ্যাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর তারা ত্রিপুরার কারেঙ্গিছড়া এলাকায় সীমান্তের প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার ভেতরে অবস্থান করছিলেন।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, তারা গরু পাচারের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিলেন। স্থানীয়রা চোর সন্দেহে তাদের ওপর হামলা চালায় এবং ঘটনাস্থলেই তারা নিহত হন।

ঘটনার বিষয়ে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিজিবি সতর্কতামূলক পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

চুনারুঘাটের গাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য তারেকুর রহমান বলেন, বিজিবি নিহতদের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ভারতের কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। পরে মরদেহের ছবি দেখে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ