টেকনাফে অস্ত্র দেখিয়ে তিনজনকে অপহরণ
কক্সবাজারের টেকনাফে পাহাড়ের পাশের কৃষি জমিতে কাজের সময় দুই কৃষকসহ তিনজনকে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে টেকনাফের বাহারছড়া চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর এ তথ্য নিশ্চিত করেছেন।
অপহৃত ব্যক্তিরা হলেন- টেকনাফ বাহার ছাড়া ইউপির উত্তর শীলখালী পাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল্লাহর ছেলে মো. আলী (৩২), একই এলাকার কালো সওদাগরের ছেলে ভুট্টো (৪৫) ও আনোয়ার হোসেনের ছেলে হন্যায়া (১৪)।
ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। অপহৃত দুজন কৃষক, আরেকজন রাখাল। অপহরণকারীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ধরে নিয়ে যায় বলে জানতে পেরেছি।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে