Views Bangladesh Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন আক্রান্ত ২৯৪ জন

 VB  Desk

ভিবি ডেস্ক

ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রায় অর্ধেকই বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। তবে এ সময়ের মধ্যে কোনো ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে ১২৬ জন। এরপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৪৮ জন, রাজশাহীতে ৩৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৩১ জন, চট্টগ্রামে ২৭ জন এবং ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ২৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে দেশে ৩৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। ফলে চলতি বছর এখন পর্যন্ত মোট ১০ হাজার ৬৭৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১১ হাজার ৯৫৪ জন। এ সময় মারা গেছেন ৪৫ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ