Views Bangladesh Logo

ইরান থেকে দেশে ফিরেছেন ২৮ বাংলাদেশি

 VB  Desk

ভিবি ডেস্ক

তেহরান থেকে প্রথম দফায় ২৮ জন বাংলাদেশি নাগরিক নিরাপদে ঢাকায় ফিরে এসেছেন।


মঙ্গলবার (১ জুলাই) সকালে তারা রাজধানী ঢাকায় পৌঁছান। এই প্রত্যাবাসন প্রক্রিয়াটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে একাধিক ধাপে সম্পন্ন হয়।

সরকারি সূত্রে জানা গেছে, ফেরত আসা বাংলাদেশিরা ২৫ জুন ইরান-পাকিস্তান সীমান্ত অতিক্রম করে সড়কপথে তেহরান থেকে করাচিতে যান। এরপর করাচি থেকে দুবাই হয়ে তারা ঢাকায় ফিরে আসেন।

ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার ওই অঞ্চলে অবস্থানরত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করে।

এই দলটি ইরান থেকে ফিরিয়ে আনা প্রথম বাংলাদেশি নাগরিকদের দল। পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ওই অঞ্চলে অবস্থানরত বাকি বাংলাদেশিদের সহায়তায় কাজ চলমান রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ