টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের ২৮ বিশ্ববিদ্যালয়
টাইমস হায়ার এডুকেশন প্রকাশিত ২০২৬ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার প্রকাশিত এই তালিকায় শিক্ষার মান, গবেষণার প্রভাব, উদ্ধৃতি সংখ্যা, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত এবং আন্তর্জাতিকীকরণের ভিত্তিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করা হয়েছে।
এ বছর বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ই শীর্ষ ৮০০-এর মধ্যে জায়গা পায়নি। তবে ৮০১ থেকে ১০০০ অবস্থানে রয়েছে পাঁচটি বিশ্ববিদ্যালয়—ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় গত বছর ১০০১–১২০০ অবস্থান থেকে এবার উন্নতি করে ৮০১–১০০০ পর্যায়ে উঠেছে।
১০০১ থেকে ১২০০ অবস্থানে রয়েছে আরও ছয়টি বিশ্ববিদ্যালয়—বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বুয়েট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়।
১২০১ থেকে ১৫০০ অবস্থানে আছে ছয়টি বিশ্ববিদ্যালয়—আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
১৫০০-এর পরের অবস্থানে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এছাড়া ‘রিপোর্টার’ হিসেবে তালিকায় স্থান পেয়েছে আরও নয়টি বিশ্ববিদ্যালয়, যার মধ্যে আছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)।
বিশ্বব্যাপী এই র্যাঙ্কিংয়ে মোট ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত হয়েছে। তালিকার শীর্ষে আছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় স্থানে এমআইটি (ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি), আর তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে প্রিন্সটন বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে