রেলের নিরাপত্তায় ২৭০০ আনসার নিয়োগ
চলমান নাশকতা এড়াতে এবার রেলের নিরাপত্তায় ২ হাজার ৭০০ আনসার সদস্য নিয়োগ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একইসঙ্গে চালু করা হচ্ছে টহল ইঞ্জিন।
শুক্রবার (২২ ডিসেম্বর) কমলাপুর রেল স্টেশনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শফিকুর রহমান।
তিনি বলেন, নাশকতা এড়ানোর লক্ষ্যে রাতে চলাচলরত অগুরুত্বপূর্ণ চারটি ট্রেন চলাচল বন্ধ এবং আন্তঃনগর যমুনা এক্সপ্রেসের যাত্রা সংক্ষিপ্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে ঢাকা থেকে প্রতিটি ট্রেন চালুর আগে টহল ইঞ্জিন চালু ও রেলের নিরাপত্তায় ২ হাজার ৭০০ আনসার সদস্য নিয়োগ করা হয়েছে।
শফিকুর রহমান আরও বলেন, এরই মধ্যে আনসার সদস্যরা কাজ শুরু করেছেন। দুই হাজার আনসার রেলওয়ে পুলিশ ও ৭০০ আনসার সদস্য রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অধীনে নিয়োগ করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে