Views Bangladesh Logo

জাতীয় গ্রিডে যুক্ত হলো ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস

বাংলাদেশ গ্যাস ফিল্ডস্ কোম্পানী লিমিটেড (বিজিএফসিএল) পরিচালিত হবিগঞ্জ-৫ নম্বর কূপ থেকে দৈনিক প্রায় ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। বুধবার (৩ ডিসেম্বর) এক প্রেস বার্তায় এ তথ্য জানায় পেট্রোবাংলা।

বার্তায় বলা হয়, পেট্রোবাংলার অধীনস্থ বিজিএফসিএল তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা গ্যাসক্ষেত্রে ৭টি কূপ ওয়ার্কওভার করে উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ, নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে গ্যাস উন্নয়ন তহবিল (জিডিএফ) এবং কোম্পানির নিজস্ব অর্থায়নে একটি প্রকল্প গ্রহণ করে।

এই প্রকল্পের অংশ হিসেবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) তাদের বিজয়–১১ রিগ ব্যবহার করে হবিগঞ্জ–৫ কূপের ওয়ার্কওভার সম্পন্ন করে।

ওয়ার্কওভার শুরুর আগে কূপটি দৈনিক ১৪ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছিল, চাপ ছিল ১৫২১ পিএসআই। গত ২৪ অক্টোবর কাজ শুরু হয়ে ২ ডিসেম্বর শেষ হয়। এরপর ৩ ডিসেম্বর থেকে কূপটি দৈনিক ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করছে।

ওয়ার্কওভারের ফলে দৈনিক অতিরিক্ত ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় জ্বালানি সরবরাহে যোগ হওয়ায় দেশের জ্বালানি চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ