বিমানবন্দরের 'নো-ফ্লাই জোনে' ২৬৩টি অনুমোদনহীন উঁচু ভবন: বেবিচক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও বিমানবন্দরের আশেপাশে 'নো-ফ্লাই জোনে' অনুমতি ছাড়াই নির্মিত হয়েছে অন্তত ২৬৩টি উঁচু ভবন। এসব ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দায়িত্ব রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বৃহস্পতিবার বেবিচক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
চেয়ারম্যান বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও পুরাতন বিমানবন্দরের আশপাশে ‘নো-ফ্লাই জোন’-এ অনুমতি ছাড়া অন্তত ২৬৩টি উঁচু ভবন গত ১০ বছরে নির্মিত হয়েছে।
তিনি বলেন, যেহেতু ভবন ভাঙার কোনো অনুমতি বেবিচকের নাই, তাই আমরা এ ব্যাপারে রাজউক বারবার চিঠি লিখে জানিয়েছি, এখন এটা ব্যবস্থা নেয়ার দায়িত্ব রাজউকের।
মাইলস্টোনের দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাইলস্টোনের আশপাশে কোনো অনুমোদনবিহীন উঁচু ভবন নেই। মাইলস্টোনের আশপাশে ১৫০ ফুট উচ্চতা পর্যন্ত ভবন নির্মাণের অনুমোদন আছে, সেখানে সর্বোচ্চ ১৩৫ ফুট পর্যন্ত উঁচু ভবন আছে।
এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তারিখ বলতে পারেননি বেবিচক চেয়ারম্যান। তবে তিনি জানিয়েছেন খুব শীঘ্রই এই টার্মিনাল পুরোদমে চালু করার বিষয়ে তারা কাজ করছেন।
তিনি জানান, এখনো জাপানি কনসোটিয়ামের সঙ্গে তৃতীয় টার্মিনাল অপারেশন বিষয়ে দেনদরবার চলছে, সমঝোতা হলে উভয়ের মধ্যে একটি চুক্তি হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে