মোহাম্মদপুরে শিশু শাহ আলম হত্যা মামলায় ২৬ জন গ্রেপ্তার
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিশু শাহ আলম হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার এসআই মো. মাজহারুল ইসলাম এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন এবং গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন: নাসির হোসেন নাশু, ফাইয়াজ হোসেন, মো. রাসেল, মো. হিরা, মো. আল আমিন, মো. জামিল, মো. ফয়সাল হোসেন, মো. গোলাম রসুল, মো. মোস্তাক, মো. সাইদ হোসেন, মো. শুভ, মো. রাকিব, মো. সেলিম, মো. শাওন, মো. মাসুদ রানা, মো. আকাশ, মো. ইসতিয়াক, মো. রাশেদ, মো. রাসেল, মো. রাজ, মো. রাজিব, মো. বশির, মো. পাপ্পু, শাহ আলম, মো. আজাদ হোসেন এবং ফয়সাল হোসেন।
মামলার এজাহারে বলা হয়, জেনেভা ক্যাম্পে আধিপত্য প্রতিষ্ঠা ও নিয়ন্ত্রণ ধরে রাখতে আসামিরা নিয়মিত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র বহন করে এবং তা ব্যবহার করে। আধিপত্যকে কেন্দ্র করে ক্যাম্পে একাধিকবার সংঘর্ষ ও বোমা হামলার ঘটনা ঘটে।
এ ঘটনার ধারাবাহিকতায় গত ১১ আগস্ট সকাল থেকে বিভিন্ন মাদক চক্রের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিকেল পৌনে ৩টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ওই সময় শাহ আলম নামের শিশুটি বছিলা থেকে তার নানির সঙ্গে দেখা করতে ক্যাম্পে গেলে, সংঘর্ষের মধ্যে পড়ে যায় এবং তাকে চাপাতি দিয়ে আঘাত করা হয়।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর গত ১৩ আগস্ট নিহত শিশুর বাবা মো. রুবেল মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নাম উল্লেখ করে ৩১ জনকে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে