সিলেট বিভাগের ১৯ আসনে ২৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে মোট ২৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট জেলায় সর্বাধিক ১১ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে সিলেট-১ আসনে এনসিপির এহতেশামুল হক ও খেলাফত মজলিসের তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে গণঅধিকার পরিষদের জামান আহমেদ সিদ্দিকী ও জামায়াতের মো. আব্দুল হান্নান, সিলেট-৩ আসনে খেলাফত মজলিসের দিলওয়ার হোসাইন, জামায়াতের লোকমান আহমদ ও এনসিপির নুরুল হুদা জুনেদ প্রার্থিতা প্রত্যাহার করেন। এছাড়া সিলেট-৪ আসনে খেলাফত মজলিসের আলী হাসান ও এনসিপির মো. রাশেল উল আলম, সিলেট-৫ আসনে জামায়াতের হাফিজ মো. আনোয়ার হোসাইন খান এবং সিলেট-৬ আসনে বিএনপির ফয়সল আহমদ চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করেন।
সুনামগঞ্জ জেলায় বিভিন্ন আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন আটজন। তাদের মধ্যে সুনামগঞ্জ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের হাজী মুখলেছুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রফিকুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ-২ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শোয়াইব আহমদ ও খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন, সুনামগঞ্জ-৩ আসনে জামায়াতের ইয়াসীন খান, সুনামগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আজিজুল হক ও এলডিপির মো. মাহফুজুর রহমান খালেদ এবং সুনামগঞ্জ-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মিজানুর রহমান চৌধুরী রয়েছেন।
হবিগঞ্জ জেলায় চারজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তারা হলেন—হবিগঞ্জ-১ আসনে জামায়াতের মো. শাহজাহান আলী, হবিগঞ্জ-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের নোমান বিন সাদিক, হবিগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান এবং হবিগঞ্জ-৪ আসনে এবি পার্টির মোকাম্মেল হোসেন।
অন্যদিকে মৌলভীবাজার জেলায় চারজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। তাদের মধ্যে মৌলভীবাজার-১ আসনে খেলাফত মজলিসের লোকমান আহমদ, মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ লুতফর রহমান কামালী এবং মৌলভীবাজার-৪ আসনে জামায়াতের মোহাম্মদ আব্দুর রব উল্লেখযোগ্য।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে