Views Bangladesh Logo

সিলেট থেকে লুট হওয়া আরও আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার

সিলেট সদর উপজেলার ধুপাগুল পয়েন্ট ও মহালদি গ্রাম থেকে অবৈধভাবে লুট হওয়া আরও প্রায় আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে প্রশাসন। শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে শুরু হওয়া অভিযানে জেলার বিভিন্ন ক্রাশার মিল ও সংরক্ষণস্থল থেকে এসব পাথর জব্দ করা হয়।

সিলেট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াতের নেতৃত্ব পরিচালিত অভিযান অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ প্রশাসনের বিভিন্ন বাহিনী।

ইউএনও খোশনূর রুবাইয়াৎ জানান, ধুপাগুলের একাধিক ক্রাশার মিল থেকে প্রায় দেড় লাখ ঘনফুট এবং মহালদি গ্রামে বিভিন্ন বাড়ি ও সড়কের পাশ থেকে আরও এক লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। অভিযানে পাথর মজুত ও পাচারের কাজে ব্যবহৃত গাড়িরও সন্ধান মিলেছে।

তিনি বলেন, পাথর উদ্ধারে আমাদের অভিযান এখনো চলছে। অবৈধভাবে উত্তোলিত প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

এর আগের দিন শুক্রবার কোম্পানীগঞ্জের কয়েকটি এলাকায় অভিযানে আরও এক লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাথরের অর্ধেক ইতোমধ্যে উৎসস্থলে ফেরত দেয়া হয়েছে, বাকি অংশ ফেরতের প্রক্রিয়ায় রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ