Views Bangladesh Logo

ঢাকায় ফেরানো হলো গুজরাটে আটক ২৫০ জন বাংলাদেশিকে

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের গুজরাটে আটক ২৫০ জন বাংলাদেশি নাগরিককে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে। পদক্ষেপটি রাজ্যটিতে বসবাসকারী ‘অবৈধ’ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ বলে দাবি প্রশাসনের।

সর্বভারতীয় টেলিভিশন ইন্ডিয়া টিভি জানিয়েছে, কড়া নিরাপত্তায় গুজরাটের ভাদোদরা বিমান ঘাঁটি থেকে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার (৪ জুলাই) তাদের ফেরত পাঠানো হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানান্তরের সময় বাংলাদেশি নাগরিকদের হাতকড়া পরানো ছিল। এর আগে রাজ্যের বিভিন্ন স্থান থেকে বাসে করে পুলিশি পাহারায় তাদের বিমানবন্দরে আনা হয়।

গুজরাট প্রশাসন বলছে, আহমেদাবাদ, সুরাট, ভদোদরা ও রাজকোটের মতো রাজ্যের প্রধান শহরগুলোতে ‘অবৈধভাবে’ বসবাসকারী এক হাজার ২০০ জনেরও বেশি বাংলাদেশি নাগরিককে চিহ্নিত ও আটকের পর বহিষ্কার করা হয়েছে। আটককৃতদের অনেকের কাছেই জাল ভারতীয় আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র পাওয়া গেছে।

রাজ্য সরকারের দাবি, শহরগুলোতে ‘অবৈধ অভিবাসী’ বেড়ে যাওয়ায় অননুমোদিত সব বিদেশি নাগরিকদেরই অপসারণে অভিযান চলছে। কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর সমন্বয়ে নজরদারি জোরদার ও পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইবাছাইসহ জাল পরিচয়পত্রে ভারতে অবস্থানকারীদের শনাক্তে নথি পরীক্ষা করছে রাজ্য পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো।

পুলিশ জানায়, আগামী সপ্তাহগুলোতেও অভিযান অব্যাহত থাকবে। নাগরিকদেরও বিদেশিদের সন্দেহজনক কার্যকলাপের খবর দিতে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ