Views Bangladesh Logo

পাখির খাদ্যের আড়ালে পাকিস্তান থেকে এলো নিষিদ্ধ পপি বীজ

 VB  Desk

ভিবি ডেস্ক

পাকিস্তান থেকে পাখির খাবারের আড়ালে বাংলাদেশে আনা হচ্ছিল বিপুল পরিমাণ নিষিদ্ধ পপি বীজ। চট্টগ্রাম কাস্টমসের কর্মকর্তারা গোপন তথ্যের ভিত্তিতে ২৫ টন পপি বীজসহ দুই কনটেইনার জব্দ করেছেন।

চট্টগ্রাম কাস্টমসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স আদিব ট্রেডিং নামের প্রতিষ্ঠানটি পাকিস্তান থেকে ৩২ টন পাখির খাদ্য আমদানির ঘোষণা দিয়েছিল। গত ৯ অক্টোবর চট্টগ্রাম বন্দরে পৌঁছায় চালানটি। পরে ২২ অক্টোবর পরীক্ষা করে দেখা যায়, সেখানে সাত টন পাখির খাবারের সঙ্গে লুকানো ছিল ২৫ টন পপি বীজ।

কাস্টমস কর্মকর্তারা জানান, কনটেইনারের উপরে পাখির খাবার রেখে ভেতরে পপি বীজ ঢেকে আনা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, অঙ্কুরোদগম সক্ষম পপি বীজ ‘ক’ শ্রেণির মাদক এবং আমদানি নীতি অনুসারে এটি সম্পূর্ণ নিষিদ্ধ পণ্য।

চালানের ঘোষিত মূল্য ছিল ৩০ লাখ টাকা, তবে জব্দ পণ্যের বাজারমূল্য প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কাস্টমস। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ