Views Bangladesh Logo

টেকনাফে নারী-শিশুসহ উদ্ধার ২৫, দুই মানবপাচারকারী আটক

ক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী ও শিশুসহ ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। এসময় দুই মানবপাচারকারীকে আটক করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়ার জুম্মাপাড়া এলাকায় কয়েকজন নারী-শিশু ও পুরুষকে আটকে রাখা হয়েছিল। সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত অভিযানে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিরা জানান, কয়েকটি সংঘবদ্ধ চক্র উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের বিদেশে পাঠানোর পরিকল্পনা করছিল এবং আটক ব্যক্তিদের নির্যাতন করে মুক্তিপণ আদায়েরও চেষ্টা চালাচ্ছিল।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার ব্যক্তিদের এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। মানবপাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ