Views Bangladesh Logo

যমুনার আশপাশে লাখো গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা, গ্রেপ্তার ২৫

 VB  Desk

ভিবি ডেস্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগানসংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।

এতে বলা হয়, ডিএমপির রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনি ও রোববার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা ঢাকা শহরে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এ ছাড়া আজ সোমবার থেকে বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে এবং রাজধানীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্লোগানসংবলিত এক লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা করছিল।

তিন দফা দাবির মধ্যে রয়েছে— দশম গ্রেডে বেতন, চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন, শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ