গোপালগঞ্জে সহিংসতায় গ্রেপ্তার ২৫ জন: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘বুধবারের (১৭ জুলাই) ঘটনায় দশজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের পাঁচজনকে ঢাকায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আনা হয়েছে’।
বিকেলে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে ঘিরে ওই সহিংসতা নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালটিতে গিয়েও একই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা । আহত পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ-খবর নেন তিনি।
আইন প্রয়োগে চলমান পদক্ষেপ সম্পর্কে জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ‘অভিযান চলছে। এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। যতক্ষণ প্রয়োজন, ততক্ষণ অভিযান অব্যাহত থাকবে। যতক্ষণ সরকার থাকবে, জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
হামলার বিষয়ে পূর্ব গোয়েন্দা তথ্য ছিল কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সংস্থাগুলোর কাছে তথ্য ছিল; কিন্তু সহিংসতার মাত্রা সম্পর্কে নয়।’
তিনি ঘটনার সার্বক্ষণিক কভারেজে মিডিয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা লাইভে এসেছিলেন এবং এটি আমাদের অনেক সাহায্য করেছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে