Views Bangladesh Logo

শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার

 VB  Desk

ভিবি ডেস্ক

ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস (FT) দাবি করেছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসনামলে (২০০৯-২০২৩) বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ লাখ কোটি টাকার সমপরিমাণ, অবৈধভাবে পাচার হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত ফিনান্সিয়াল টাইমস-এর অনুসন্ধানী ডকুমেন্টারি “Bangladesh’s Missing Billions: Stolen in Plain Sight”-এ এ তথ্য উঠে আসে। সেখানে অর্থনীতিবিদ, রাজনীতিক, ব্যবসায়ী ও আন্দোলনকারীদের বক্তব্য উপস্থাপন করা হয়।

ডকুমেন্টারিতে বলা হয়, গত ১৫ বছরে প্রতিবছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন ডলার করে দেশ থেকে পাচার হয়েছে। অর্থ পাচারের প্রধান কৌশল হিসেবে ওভার-ইনভয়েসিং, আন্ডার-ইনভয়েসিং, হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো এবং বিদেশে, বিশেষত যুক্তরাজ্যে, সম্পত্তি বিনিয়োগকে চিহ্নিত করা হয়েছে।

ফিনান্সিয়াল টাইমস জানায়, যুক্তরাজ্য হয়ে উঠেছে বাংলাদেশি অর্থ পাচারের অন্যতম কেন্দ্র। লন্ডনের আর্থিক খাত ও রিয়েল এস্টেট বাজারে বিপুল পরিমাণ অর্থ লগ্নি করা হয়েছে।

ডকুমেন্টারিতে শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে, যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামও উঠে আসে। রিপোর্টে বলা হয়, দুর্নীতি-সংক্রান্ত এক মামলার পর টিউলিপকে মন্ত্রিত্ব ছাড়তে হয়। যদিও অভিযোগটি এখনো বিচারাধীন এবং তাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এছাড়া প্রতিবেদনে দাবি করা হয়, যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে ৩০০টিরও বেশি সম্পত্তি রয়েছে। এর মধ্যে প্রায় ৩৫০টি সম্পত্তি ইতোমধ্যে ব্রিটিশ অপরাধ দমন সংস্থা (SCA) জব্দ করেছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ