শনিবার থেকে ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা
চাঁদপুরসহ দেশের ছয়টি অভয়াশ্রমে শনিবার (৪ অক্টোবর) থেকে শুরু হচ্ছে ২২ দিনের ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। প্রজননকালীন মা ইলিশ রক্ষায় আগামী ২৫ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
ইলিশ সাধারণত আশ্বিন মাসের পূর্ণিমায় ডিম ছাড়ে। জাতীয় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতিবছরের মতো এবারও এই উদ্যোগ নিয়েছে। চাঁদপুরে নিষেধাজ্ঞার আওতায় থাকবে মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকা—মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চর ভৈরবী পর্যন্ত।
নিষেধাজ্ঞা কার্যকরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
তবে মৌসুমের শীর্ষ সময়ে ইলিশের জালে ধরা পড়া কম হওয়ায় হতাশ জেলেরা। কর্মহীন হয়ে পড়ায় তারা জীবিকা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। অনেক জেলে সরকারকে বাড়তি সহায়তা প্রদানের অনুরোধ জানিয়ে ঋণের কিস্তি সাময়িক স্থগিত রাখার দাবি তুলেছেন। এক জেলে বলেন, 'অভিযান চলাকালে কিস্তি বন্ধ থাকলে জেলেদের অনেক উপকার হবে।'
চলতি মৌসুমে নদী ও সমুদ্রে, বিশেষ করে ভোলায়, ইলিশের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কম। জেলেদের দাবি, এখনো প্রজনন মৌসুম শুরু হয়নি। তাই তারা নিষেধাজ্ঞা পুনর্বিবেচনারও আহ্বান জানিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে