আরও ২১ জনের শরীরে করোনা শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে কারো মৃত্যু হয়নি।
রোববার (২৯ জুন) সকাল আটটা থেকে সোমবার (৩০ জুন) একই সময় পর্যন্ত ৩৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণকক্ষের পাঠানো প্রতিবেদনে জানানো হয়, ২০২০ সালের ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন মোট ২০ লাখ ৫২ হাজার ১১৪ জন, মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২১ জনের। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫৬৯ জন, মারা গেছেন ২২ জন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে