Views Bangladesh Logo

নাফ নদ থেকে ২১ জেলেকে অপহরণ

 VB  Desk

ভিবি ডেস্ক

ঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে ফেরার পথে কক্সবাজারের সেন্টমার্টিন উপকূলের কাছাকাছি মেরুল্ল্যা এলাকায় নাফ নদ থেকে তিনটি মাছ ধরার ট্রলারসহ ২১ জন জেলেকে অপহরণ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ট্রলার মালিকদের অভিযোগ, এই অপহরণ ঘটনার সঙ্গে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) জড়িত। বুধবার (১৬ জুলাই) বিকেলে টেকনাফে ফেরার সময় অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন তারা।

টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ জানান, ‘আমাদের ঘাট থেকে মাছ ধরতে যাওয়া তিনটি ট্রলারসহ ২১ মাঝি-মাল্লাকে ধরে নিয়ে গেছে। তারা সেন্টমার্টিনের অদূরে ফেরার পথে আটক হয়। এ ঘটনায় জেলে ও ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সরকারের সহযোগিতা জরুরি।’

বোট মালিকরা জানান, বৈরী আবহাওয়া কেটে যাওয়ার পর সোমবার কায়ুকখালী ঘাট থেকে অর্ধশতাধিক ট্রলার সাগরে মাছ ধরতে যায়। বুধবার বিকেলে ফেরার পথে মেরুল্ল্যা এলাকায় আয়ুব মাঝি, আবদুল হামিদ মাঝি ও নুরু মাঝির নেতৃত্বাধীন তিনটি ট্রলারকে ধাওয়া করে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা। বর্তমানে ট্রলারগুলো মিয়ানমারের মেরুল্ল্যা খালে নোঙর করা অবস্থায় রয়েছে বলে জানানো হয়।

মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলম বলেন, ‘প্রতিবার এমন ঘটনার পরেও কোনো স্থায়ী সমাধান আসে না। ফলে জেলেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

উল্লেখ্য, চলতি বছরের ১১ জুন বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পরদিনই কায়ুকখালী ঘাট থেকে দুইটি ট্রলার যাত্রা করে। ১৪ জুন ওই ট্রলার দুটি সেন্টমার্টিনের অদূরে আরাকান আর্মির হাতে আটক হয়। এরপর থেকেই ওই ঘাটের জেলেরা সমুদ্রে যাওয়া বন্ধ রাখেন। বুধবারের ঘটনা সেই আতঙ্ককে আবারও ফিরিয়ে আনল।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গত আট মাসে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদ সংলগ্ন এলাকা থেকে আরাকান আর্মি অন্তত ২৩০ জন জেলেকে অপহরণ করেছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত অপহৃত হন ১৫১ জন। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ইতোমধ্যে প্রায় ২০০ জনকে বিভিন্ন সময়ে উদ্ধার করা সম্ভব হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘ঘটনার বিষয়টি শুনেছি। আইনশৃঙ্খলা বাহিনী ও কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ