জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী অভিযান, মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ২১
রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন, দেশীয় অস্ত্র ও লাইফ জ্যাকেটসহ ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রাত ১০টা ৫০ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে– হেরোইন ৩০০ গ্রাম, গাঁজা ২৫০ গ্রাম, চাপাতি ১টি, তলোয়ার ২টি, গুলতি ১০টি, মার্বেল ২ হাজার পিস, হেলমেট ২০টি, লাইফ জ্যাকেট ১২টি, লোহার রড ৫টি।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোহাম্মদ জুয়েল রানা এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোহাম্মদপুরে আমরা প্রতিনিয়ত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের দুর্গে হানা দেওয়া হয়। বিভিন্ন মাদক কারবারিদের বাসা ও আস্তানায় অভিযান পরিচালনা করে হেরোইনসহ সংঘর্ষে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি এসব আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়। জেনেভা ক্যাম্পে আমাদের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে