Views Bangladesh Logo

এইচএসসিতে ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার সারাদেশে ২০২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি— অর্থাৎ এ বছর তা তিনগুণের বেশি বেড়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় একযোগে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট বা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন।

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, “২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬৫টি, এবার তা বেড়ে ২০২-এ পৌঁছেছে।”

চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গতবারের ৭৭ দশমিক ৭৮ শতাংশের তুলনায় প্রায় ১৯ শতাংশ পয়েন্ট কম।

মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ১০ লাখ ৫৫ হাজার ৩৯৮ জন, যা গত বছরের তুলনায় ৭২ হাজার ৮৮৩ জন কম। এসব শিক্ষার্থী দেশের ৪ হাজার ৮০৮টি প্রতিষ্ঠানের অধীনে ১ হাজার ৬০৫টি কেন্দ্রে পরীক্ষা দেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিলেন ৮৬ হাজার ১০২ জন, যা গত বছরের চেয়ে ১ হাজার ৯৭৪ জন কম। ২ হাজার ৬৮২টি মাদ্রাসার এসব শিক্ষার্থী ৪৫৯টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।

অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষায় অংশ নিয়েছেন ১ লাখ ৯ হাজার ৬১১ জন শিক্ষার্থী— যা গত বছরের তুলনায় ৭ হাজার ২৫ জন কম। তারা ১ হাজার ৮২৪টি প্রতিষ্ঠানের অধীনে ৭৩৩টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন।

প্রচলিত নিয়ম অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে।

করোনাকালে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরীক্ষার নিয়মিত কাঠামো ব্যাহত হয়েছিল। অটোপাস, সংক্ষিপ্ত সিলেবাস ও সাবজেক্ট ম্যাপিংয়ের মতো ব্যতিক্রমী পদ্ধতিতে মূল্যায়ন করা হয়, যার প্রভাব গত কয়েক বছরের ফলাফলে স্পষ্ট ছিল। তবে এবারের ফল ভিন্নধর্মী— কারণ পাঁচ বছর পর ২০২৫ সালে প্রথমবারের মতো পূর্ণমান, পূর্ণ সময় ও পূর্ণ সিলেবাসে পরীক্ষা নেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ