রাকসু নির্বাচনে দুই হাজার পুলিশ থাকবে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
ব্রিফিংয়ে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের গোয়েন্দা দল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ পর্যবেক্ষণ করছে। বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক প্রবেশপথ থাকায় আমরা কেন্দ্রভিত্তিক একটি নিরাপত্তা বলয় তৈরি করব, যা নির্বাচনের আগের দিন থেকে কার্যকর হবে।
আরএমপি কমিশনার আরও জানান, নির্বাচন ঘিরে কোন জায়গায় কতটা নিরাপত্তা প্রয়োজন হবে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা সাজানো হবে।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস তিন স্তরের নিরাপত্তা পরিকল্পনা ঘোষণা করেছে। শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্টুডেন্ট পুলিশিং কমিউনিটির পাশাপাশি পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবে। পাশাপাশি ৪০ জন শিক্ষক নির্বাচনী দায়িত্বে থাকবেন।
প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটের সাত দিন আগে থেকে সঠিক পরিচয়পত্র ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না।
উল্লেখ্য, সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তা চলবে আগামী ২৩ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে