শাবির ২০ শিক্ষার্থী আজীবন বহিষ্কার
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) গত বছরের জুলাইয়ে সংঘটিত অভ্যুত্থান, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং হলে অস্ত্র রাখার ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় ২০ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি আরও ১৭ জনকে দুই থেকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৭ আগস্ট) শাবির ২৩৭তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আগে সাময়িকভাবে বহিষ্কার হওয়া ১৯ শিক্ষার্থীকে খালাস দেয়া হয়েছে এবং কয়েকজনকে সতর্ক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বহিষ্কৃত শিক্ষার্থীরা সবাই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে ১২ জন এবং হলে অস্ত্র রাখার ঘটনায় ৮ জনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমান বলেন, অস্ত্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কিছু শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। তবে যাচাই-বাছাইয়ে দেখা গেছে, অনেকেই কেবল এক রুম থেকে অন্য রুমে স্থানান্তরিত হয়েছেন। তাই তাদের বহিষ্কার করা অন্যায় হতো। এজন্যই তাদের খালাস দেয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে