Views Bangladesh Logo

কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষে আহত ২০

ক্সবাজারে ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে দর্শক এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। খেলা শুরু হওয়ার আগেই দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, ফাইনালে রামু ও টেকনাফ উপজেলার দল মুখোমুখি হওয়ার কথা ছিল। খেলা শুরুর অনেক আগে থেকেই স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। অতিরিক্ত দর্শকরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

এ সময় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা ভিড় সামলাতে গেলে দর্শকদের সঙ্গে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে গ্যালারি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর দিকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে অন্তত ২০ জন আহত হন, যার মধ্যে ইউএনও নিলুফা ইয়াসমিনও রয়েছেন।

পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী কড়া ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি শান্ত হলে তখনো খেলা শুরু হয়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ