Views Bangladesh Logo

চট্টগ্রামে প্রথমবারের মতো ২ জনের শরীরে জিকা ভাইরাস শনাক্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রথমবারের মতো চট্টগ্রামে দুইজনের দেহে জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করে। আক্রান্ত দুই ব্যক্তির একজন পুরুষ এবং একজন নারী।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, নগরীর একটি বেসরকারি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় দুইজনের শরীরে জিকা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। আক্রান্তদের বর্তমানে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার জানান, এপিক হেলথ কেয়ারে একটি কম্বাইনড কিট ব্যবহার করে জিকা ভাইরাস শনাক্ত করা হয়, যা একাধিক ভাইরাস শনাক্তে সক্ষম। তবে নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু পরীক্ষার প্রয়োজন রয়েছে। আক্রান্ত পুরুষের শরীরে জ্বর, ব্যথা ও লালচে ভাব দেখা গেছে। নারীর ক্ষেত্রে রয়েছে জ্বর, হাত-পায়ে ব্যথা ও ফোলাভাব।

জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর তথ্যমতে, জিকা ভাইরাসের জন্য নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। আক্রান্তদের পর্যাপ্ত বিশ্রাম, প্রচুর পানি ও তরল খাবার গ্রহণের পাশাপাশি জ্বর ও ব্যথার জন্য চিকিৎসকের পরামর্শমতো ওষুধ সেবন করতে হয়।

বিশেষজ্ঞদের মতে, জিকা ভাইরাসে আক্রান্তদের প্রায় ৮০ শতাংশের কোনো উপসর্গ দেখা যায় না। তবে ২০ শতাংশ রোগীর ক্ষেত্রে চামড়ায় র‌্যাশ, মাথাব্যথা, চোখ লাল হওয়া, মাংসপেশি ও গিঁটে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। সাধারণত সংক্রমণের ৩ থেকে ১২ দিনের মধ্যে এই উপসর্গগুলো দেখা দেয় এবং ২ থেকে ৭ দিন স্থায়ী হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ