সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার
সুন্দরবনে অপহরণের শিকার রিসোর্ট মালিকসহ দুই পর্যটককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার রাতে তাদের উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ ও কোস্ট গার্ড। মুক্তিপণের দাবিতে গত শুক্রবার তাদের অপহরণ করা হয়েছিল।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, সুন্দরবন থেকে অপহৃত রিসোর্ট মালিক ও দুই পর্যটককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোস্ট গার্ড সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানাবে বলেও জানান তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি ঢাকা থেকে আসা পাঁচ পর্যটক খুলনার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার গোলকানন নামের একটি রিসোর্টে বেড়াতে যান। ওই দিন বিকেলে তারা রিসোর্ট মালিকের সঙ্গে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আওতাধীন কানুরখোলা খাল এলাকায় ঘুরতে গেলে বনদস্যু মাসুম বাহিনী তাদের অপহরণ করে।
এ সময় দস্যুরা দুই নারী পর্যটক ও নৌকার দুই আরোহীকে ছেড়ে দিলেও রিসোর্ট মালিক শ্রীপতি বাছাড় এবং পর্যটক সোহেল ও জনিকে জিম্মি করে নিয়ে যায়। পরে মোবাইল ফোনে রিসোর্ট মালিকের পরিবারের কাছে ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনার পরপরই কোস্ট গার্ড, নৌ পুলিশ ও স্থানীয় পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। অভিযানের ফলেই রোববার রাতে অপহৃত তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে