একযোগে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার ওসি বদলি
পুলিশ সদর দপ্তরের নির্দেশে টঙ্গী পূর্ব ও টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এবং ইস্কান্দার হাবিবুর রহমানকে বদলি করা হয়েছে। রোববার (৩১ অগাস্ট) রাতে এ তথ্য নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
জিএমপি’র উপ-কমিশনার (ক্রাইম-সাউথ) মহিউদ্দিন আহমেদ বলেন, ‘টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে ও টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাদের বদলি হয়।’
যদিও একসঙ্গে দুই থানার ওসিকে বদলির কারণ জানানো হয়নি। তবে স্থানীয় মহলে এই ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে