মিয়ানমার থেকে ছোঁড়া গুলিতে টেকনাফে ২ কিশোর আহত
কক্সবাজারের টেকনাফ উপজেলা সীমান্তে নাফ নদীতে মাছ ধরার সময় দুই কিশোর জেলে গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয়দের দাবি, আরাকান আর্মির ছোঁড়া গুলিতে তারা আহত হয়েছেন।
আহতরা হলেন- হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে মো. সোহেল (১৬) এবং একই ইউনিয়নের মো. ইউনুসের ছেলে মো. ওবাইদুল্লাহ (১৭)। বর্তমানে তারা উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন।
জেলে ইমান হোসেনের দাবি, দুপুরে নৌকায় মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তের দিকে ১০-১৫টি গুলি ছোঁড়া হয়, যার ফলে সোহেল ও ওবাইদুল্লাহ আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যান।
এসআই খোকন কান্তি রুদ্র জানিয়েছেন, নাফ নদীতে দুই জেলের গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছেন এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে ১২ জানুয়ারি একই এলাকায় ১১ বছরের শিশু সুমাইয়া হুজাইফা আরাকান আর্মির গুলিতে আহত হয়েছিল। পরদিন ১৩ জানুয়ারি ‘বাংলাদেশ অভ্যন্তরে’ মাইন বিস্ফোরণে আবু হানিফ (২৬) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে