Views Bangladesh Logo

চট্টগ্রামে শিবির-বিএনপি সংঘর্ষ: ২ জন গুলিবিদ্ধসহ আহত ২০

চট্টগ্রাম নগরীর চকবাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষ চলছে।এতে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।এরমধ্যে দুই শিবির কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফাহিম নামের এক শিবির কর্মীকে মারধরের ঘটনার পরে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

রাত ২ টার দিকে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত নগরীর চকবাজার থানার গুলজার মোড় ঘিরে অবস্থান করছে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আর চকবাজারের কাঁচাবাজার মোড়ে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল হক বাদশাহ'র নেতৃত্বে বিএনপির কর্মীরা অবস্থান নিয়েছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির বলেন, ‘এক ছাত্রকে মারধর করে থানায় সোপর্দ করার ঘটনায় ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ