Views Bangladesh Logo

মাইলস্টোনে আহতদের চিকিৎসায় আসছে আরও দুটি বিদেশি মেডিকেল টিম

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসায় বিশেষ সহায়তা দিতে সিঙ্গাপুর ও চীন থেকে আরও আসছে দুটি বিদেশি মেডিকেল টিম। দলগুলো জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং অন্য হাসপাতালগুলোতে চিকিৎসাধীন ৬৬ জন আহত রোগীকে চিকিৎসা সহায়তা দেবেন।

আহতদের ৪৩ জন জাতীয় বার্ন ইন্সটিটিউটে, ২১ জন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), একজন কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে এবং একজন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে নতুন মেডিকেল টিমগুলোর সদস্যরা ঢাকায় পৌঁছাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান জানিয়েছেন নিশ্চিত করেছেন।

ঢাকায় আগেই আসা সিঙ্গাপুরের অন্য একটি মেডিকেল টিম দুদিন ধরে চিকিৎসা সংক্রান্ত নথিপত্র এবং ভিজ্যুয়াল পর্যালোচনা করছেন। সাইদুর রহমান জানান, দলটি বাংলাদেশের পোড়া রোগীর চিকিৎসার মানে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে নির্বাচিত কিছু ক্ষেত্রে কিছু উন্নত চিকিৎসা কৌশল সুপারিশ করেছেন, যেগুলো বাস্তবায়নে বিবেচনা করা হচ্ছে।

মঙ্গলবার বার্ন ইন্সটিটিউট পরিদর্শন করেছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দলও। চলমান চিকিৎসার ইতিবাচক পর্যালোচনা করেছেন তারাও। সরকার রাতেই সব বিদেশি চিকিৎসা বিশেষজ্ঞদের সুপারিশ পর্যালোচনা করবে। উন্নত চিকিৎসায় কোনো রোগীকে বিদেশে পাঠানোর প্রয়োজন থাকলে, সে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়িত হবে।

সাইদুর রহমান জোর দিয়ে বলেন, আহত প্রত্যেককে সরাসরি সরকারি তত্ত্বাবধানে বিশেষজ্ঞ দলের চিকিৎসা দেয়া হচ্ছে।

‘ভুল তথ্যের কোনো সুযোগ নেই। আহত ও নিহত সবার নাম ও চিকিৎসার বিবরণ সাবধানতার সাথে লিপিবদ্ধ করা হচ্ছে’- বলেন তিনি।

তিনি জনগণকে আরও আশ্বস্ত করেন, প্রত্যেকের বিশ্বমানের চিকিৎসা নিশ্চিতে সর্বোচ্চ স্তরের সরকারি নির্দেশনায় কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ