Views Bangladesh Logo

ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৭০৫ জন রোগী।

স্বাস্থ্য অধিদফতরের সোমবারের ডেঙ্গু সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৬ জনে। আর মোট আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯৬৯ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুইজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দা।

নতুন শনাক্ত রোগীদের বিভাগওয়ারি সংখ্যা হলো—বরিশালে ৬২ জন, চট্টগ্রামে ১১৬ জন, ঢাকায় ১৩৭ জন, ডিএনসিসিতে ১৭১ জন, ডিএসসিসিতে ৭৭ জন, খুলনায় ৩৪ জন, ময়মনসিংহে ৫৩ জন, রাজশাহীতে ৩৪ জন, রংপুরে ৫ জন এবং সিলেটে ১৬ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৮১৬ জন। ফলে চলতি বছরে মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ২৫৮ জন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ