ব্যবসায়ী সোহাগ হত্যায় গ্রেপ্তার আরও দুজন
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ সোহাগ (৩৯) হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা। এ নিয়ে মামলাটিতে গ্রেপ্তার হলেন ১১ জন।
বুধবার (২৩ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে ঢাকার কেরানীগঞ্জে গ্রেপ্তারকৃতরা হলেন, মো. পারভেজ (২৬) ও মো. জহিরুল ইসলাম (৩৮)। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ।
৯ জুলাই বিকেলে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তায় সোহাগকে এলোপাতাড়ি আঘাত, কুপিয়ে ও পাথর মেরে নৃশংসভাবে হত্যা করা হয়। পরে অভিযুক্তরা হত্যার ঘটনাটিকে মব বলে সাজানোর চেষ্টা চালান। পুলিশ বুঝতে পেরে ঘটনাস্থলেই মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে।
এ ঘটনায় নিহতের বড় বোন কোতোয়ালি থানায় হত্যা মামলাটি করেন। পুলিশ অস্ত্র আইনে পৃথক আরেকটি মামলা করে।পরে পুলিশ ও র্যাব দেশের বিভিন্ন স্থান থেকে আলমগীর (২৮), মনির ওরফে লম্বা মনির (৩২), টিটন গাজী (৩২), মো. নান্নু, সজীব বেপারী, রাজীব ব্যাপারী ও কাজী নান্নুসহ সাতজন আসামিকে গ্রেপ্তার করে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে