Views Bangladesh Logo

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা মামলায় গ্রেপ্তার ৭

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এতে এ মামলায় গ্রেপ্তার সংখ্যা দাঁড়াল সাতজন।

শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে ময়মনসিংহের গফরগাঁও থানাধীন চর মসলন্দ মোড়লপাড়া এলাকা থেকে শাহজালাল (২৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি কুমিল্লার হোমনা উপজেলার অনন্তপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শাহজালাল হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। এ ছাড়া নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের চান্দনা এলাকার মাহবুব স্কুল মোড়ের একটি ভাড়া বাড়ি থেকে মো. ফয়সাল হাসান (২৩) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পাবনা জেলার পাঁচবাড়িয়া গ্রামের কিয়ামুদ্দিন হাসানের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান বলেন, এর আগে পুলিশ ও র‌্যাব যৌথভাবে হত্যাকাণ্ডে জড়িত আরও পাঁচজনকে গ্রেপ্তার করে। আসামিই সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি সম্পৃক্ত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ