সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ৫
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুইজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জিরাগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন (৩৭) এবং লক্ষীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে জিরাগাঁও ও লক্ষ্মীপুর গ্রামের তরুণদের মধ্যে একটি ফুটবল ম্যাচ চলছিল। খেলার এক পর্যায়ে আকবর আলীর ভাই ফারুক মিয়া ও খালাতো ভাই খেলু মিয়া প্রতিপক্ষ জাকারিয়াকে মারধর করেন। পরে জাকারিয়ার বাবা আব্দুল মতিন বিষয়টি জানতে আকবর আলীর বাড়িতে গেলে তাকেও মারধর করা হয়।
এ ঘটনার জেরে মতিনের স্বজনরা লক্ষীপুর বাজারে গিয়ে আকবর আলী ও তার সহযোগীদের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মতিন মারা যান। অপরদিকে বুকে ছুরিকাঘাতে আহত আকবরকে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে