চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী শোভাযাত্রায় পদদলিত হয়ে ২ জন নিহত
চট্টগ্রামের মুরাদপুর এলাকায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি ধর্মীয় শোভাযাত্রায় পদদলিত হয়ে দুজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন পটিয়া উপজেলার আইয়ুব আলী (৬০) এবং নগরীর কালামিয়া বাজার এলাকার সাইফুল ইসলাম (১৪)। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমসিএইচ) নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
সিএমসিএইচ পুলিশ ফাঁড়ির সহকারী ইন-চার্জ সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড়ের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় হুড়োহুড়ির মধ্যে অনেকে পদদলিত হন।
আনজুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্য সাদেকুল ইসলাম বলেন, তারা অন্তত ১০ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে