Views Bangladesh Logo

রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে দুইজনকে হত্যা

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানী ঢাকায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় দুইজনকে হত্যা করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় মোহাম্মদপুর ও আদাবর এলাকায় এই হত্যাকাণ্ড দুটি ঘটে। প্রথম ঘটনায় এক যুবককে কুপিয়ে এবং দ্বিতীয় ঘটনায় আরেকজনকে গুলি করে হত্যা করা হয়।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান সড়কের লাউতলা এলাকায় আল-আমিন (৩০) নামের এক যুবককে পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক এস এম নুরুজ্জামান জানান, 'আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, এখনো কাউকে আটক করা যায়নি।'

এর ঠিক এক ঘণ্টা পর, রাত ৮টার দিকে আদাবরের নবোদয় হাউজিং এলাকায় গুলি করে হত্যা করা হয় ইব্রাহিম শিকদার নামের এক গাড়িচালককে। ঘটনার পর সন্দেহভাজন দুজনকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান সাংবাদিকদের জানান, নিহত ইব্রাহিমের শ্যালক অভিযুক্তদের মালিকানাধীন একটি ডিমের দোকানে কাজ করতেন। কিছুদিন আগে ডিমবোঝাই একটি ভ্যান উল্টে গিয়ে দোকানটির বড় ধরনের ক্ষতি হয়। এ ঘটনায় দোকানমালিকরা ইব্রাহিমের শ্যালককে মারধর করেন।

ইব্রাহিম বিষয়টি সমাধানের জন্য সালিশ ডেকে দেন। সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা বাড়ে। একপর্যায়ে অভিযুক্তরা মোটরসাইকেলে করে চলে যাওয়ার সময় গুলি চালায়। ইব্রাহিম গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দুইটি ঘটনাই তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ