Views Bangladesh Logo

রাজবাড়ীতে বজ্রপাতে দুজনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পাট ধোয়ানোর সময় বজ্রপাতে এক নারী ও এক কিশোর মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন।


শনিবার (২ আগস্ট) বিকালে পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- কাচারীপাড়া গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম ও একই গ্রামের আরিফ মোল্লার ছেলে তামিম মোল্লা।


আহতরা হলেন—কাচারীপাড়া গ্রামের সৌরভ, আজিম, হোসাইন এবং বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের জবেদা বেগম। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু দারদা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানায়, বিকালে কিশোর তামিম ও আনোয়ারা বেগম পাট ধোয়ানোর কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে তামিম, আনোয়ারা বেগম এবং আরও তিনজন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ারা বেগম ও তামিম মোল্লাকে মৃত ঘোষণা করেন।


বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের জবেদা বেগম বিকেলে রান্না করার সময় বজ্রপাতে আহত হন। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, “নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেয়া হবে।”


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ