Views Bangladesh Logo

গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১১

গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ১১ জন আহত হয়েছেন।


শুক্রবার সকাল ৭টার দিকে পলাশবাড়ীর ঠুটিয়াপুকুর এলাকায় ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে গাইবান্ধাগামী কাজী লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিমেন্ট বোঝাই ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা খায়। এতে বাস চালকের সহকারী মুসা আকন্দ (২৫) ও যাত্রী জামিল হোসেন (২০) নিহত হন এবং কমপক্ষে ৭ জন আহত হন।


আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পলাশবাড়ী থানার ওসি সরওয়ার আলম খান জানিয়েছেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় ব্যবহৃত বাস ও ট্রাক আটক করা হলেও চালকরা এখনও পালিয়ে আছেন।


অপরদিকে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহী, আব্দুল জলিল রনি (৪২) ও সিদ্দিকুর রহমান (৪৫) নিহত হন। একই ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হন এবং তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাতেই নিহতদের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ