Views Bangladesh Logo

কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির মারামারি, নিহত ১

জামালপুর জেলা কারাগারে থুথু ফেলাকে কেন্দ্র করে দুই হাজতির মধ্যে মারামারির ঘটনায় মো. পাগলা হযরত (২৫) নামে এক হাজতি নিহত হয়েছেন। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে বৃহস্পতিবার বিকেলে কারাগারের ভেতরে থুথু ফেলা নিয়ে পাগলা হযরত এবং রহিদুর মিয়া (৪০)-এর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরে কথাকাটাকাটির এক পর্যায়ে রহিদুর মিয়া শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে হযরতের মাথায় একাধিক আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

দায়িত্বরত কারারক্ষী ও অন্য হাজতিরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে শেষ পর্যন্ত তিনি মারা যান।

নিহত পাগলা হযরত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের ছেলে এবং বকশীগঞ্জ থানার একটি মামলার আসামি ছিলেন। অভিযুক্ত হাজতি রহিদুর মিয়া বকশীগঞ্জ উপজেলার কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের ছেলে। তিনি বর্তমানে জামালপুর কারাগারেই আছেন।

জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা জানান, নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজে রয়েছে। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারকে হস্তান্তর করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ