মানবপাচারে জড়িত সন্দেহে চীনা নাগরিকসহ আটক ২
নেত্রকোনার কেন্দুয়ায় আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার সন্দেহে এক চীনা নাগরিক ও এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কেন্দুয়া পৌরসভার কামালপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন চীনা নাগরিক লি ওয়েইহাও এবং স্থানীয় দালাল মো. ফরিদুল ইসলাম। বর্তমানে তারা পুলিশের হেফাজতে আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কামালপুর গ্রামের ১৮ বছর বয়সী এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফরিদুল ইসলাম চীনা নাগরিক লি ওয়েইহাওয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেন। ওই চীনা নাগরিক তরুণীকে বিয়ের পর চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল এবং এর জন্য তরুণীর পাসপোর্টও প্রস্তুত করা হয়েছিল।
পুলিশের দাবি, এটি নারীদের বিদেশে পাচারের একটি বড় পরিকল্পনার অংশ। এ অভিযোগের ভিত্তিতেই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে