Views Bangladesh Logo

এনসিপি থেকে ২ সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করেছেন দুই সাবেক সেনা কর্মকর্তা। উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার এবং সেনা সদস্যদের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য চালানোর কারণেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও মেজর (অব.) মো. সালাউদ্দিন পদত্যাগের ঘোষণা দেন। ঘোষণার আগে তাঁরা পার্টির আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এনসিপির যুগ্ম প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করা মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন অভিযোগ করেন, দলের জ্যেষ্ঠ নেতৃত্ব বারবার কর্মরত ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন।

আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘আমরা বারবার বিষয়টি ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে তুলেছি, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দলে একটি গোষ্ঠী তৈরি হয়েছে, যারা ভিন্নমত শুনতেই চায় না। এমনকি সাবেক সেনা সদস্যদের দল থেকে সরিয়ে দেওয়ার প্রবণতাও রয়েছে। এ পরিস্থিতিতে আমাদের পক্ষে আর কাজ চালিয়ে যাওয়া সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘ভিন্নমতের প্রতি সম্মান না থাকলে কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারে না। তাঁরা শুধু নিজেদের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত এবং অন্যদের অর্থবহ ভূমিকা থেকে সরিয়ে দিচ্ছেন। এ কারণেই আমরা পদত্যাগ করেছি।’

দুই সাবেক সেনা কর্মকর্তা জানান, ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, বরং একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের কল্যাণে অবদান রাখার আশা নিয়ে তাঁরা এনসিপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু দলের ভেতরে গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্নমতের প্রতি অসম্মান তাঁদের গভীরভাবে হতাশ করেছে।


শেষে মাহমুদ বলেন 'আমরা আর সেনা সদস্যদের বিরুদ্ধে কটূক্তি কিংবা নেতৃত্বের সংকীর্ণ মানসিকতা সহ্য করতে পারছি না। তাই আজ থেকে আমরা এনসিপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি'।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ