Views Bangladesh Logo

প্রথম আলোর আগুন নেভানোর সময় দুই ফায়ার ফাইটার বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে আগুন নেভানোর সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দুই ফায়ার সার্ভিস কর্মী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল আনুমানিক ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত ফায়ার ফাইটাররা হলেন মো. আলমগীর হোসেন (৪০) এবং মো. শফিউল ইসলাম (৪২)। তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের স্টেশন কমান্ডার মিজানুর রহমান জানিয়েছেন, তারা পানির পাইপ সংযোগ করার সময় আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন। শারীরিক অবস্থা বিবেচনায় দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক নিশ্চিত করেছেন যে, দুজনই প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাচ্ছেন।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার গভীর রাতে বিক্ষুব্ধদের হামলা ও অগ্নিসংযোগের কারণে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে আগুন লেগেছিল। শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নেভানোর সময় এই দুর্ঘটনার শিকার হন।

বর্তমানে প্রথম আলো কার্যালয় ও আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি রয়েছে এবং অগ্নিনির্বাপণ কাজ চলাকালে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ