Views Bangladesh Logo

পারভেজ হত্যায় ২ নারী শিক্ষার্থী আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় স্কলার্স বিশ্ববিদ্যালয়ের ২ নারী শিক্ষার্থীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর জুরাইন থেকে তাদের আটক করা হয়। আটক শিক্ষার্থীরা হলেন ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিহা হক টিনা। এ নিয়ে এ হত্যা মামলায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হলো।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ডিবি বলছে, পারভেজ হত্যাকাণ্ডের ইউনিভার্সিটি অব স্কলার্সের শিক্ষার্থী ফাতেমা তাহসিন ঐশী এবং ফারিহা হক টিনা আত্মগোপনে ছিল। পরে আজ বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি জানতে পারে তারা জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাশের একটি ভবনে ২ দিন আগে বাসা ভাড়া নেন। পরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গত ১৯ এপ্রিল বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের এই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তাঁরই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর পারভেজকে একদল যুবক ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরদিন, এক সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার নেতৃত্বে পারভেজকে হত্যা করা হয়।

এ ঘটনায় মূল অভিযুক্ত মেহরাজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন মাহাথির হাসান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকিরা রিমান্ডে আছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ