চবিতে সংঘর্ষে আহত দুই শিক্ষার্থী লাইফ সাপোর্টে
স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তারা হলেন- আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ইমতিয়াজ আহমেদ ও সমাজতত্ত্ব বিভাগের মামুন মিয়া। তারা চট্টগ্রাম মহানগরীর পার্কভিউ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
রোববার (৩১ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছে এ সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। তাদের আটজনকে গুরুতর অবস্থায় পার্কভিউ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
পার্কভিউ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই শিক্ষার্থীকে জরুরি অস্ত্রোপচারের পর লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মামুন মিয়ার অবস্থার সামান্য উন্নতি হওয়ায় তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হতে পারে। তবে ইমতিয়াজের অবস্থা এখনো আশঙ্কাজনক।
হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার হুমায়ুন কবির জানান, আহত অন্য ছয় শিক্ষার্থী ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন। তারা হলেন সাদিদ মাহবুব, মিজানুর রহমান, মো. সাইফুল, রোহান, বাহারুল ইসলাম ও কামাল উদ্দিন। তাদের হাত ও পায়ে আঘাত লেগেছে। তবে তাদের অবস্থা এখন আগের চেয়ে ভালো।
সংঘর্ষের কারণ এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে চবি প্রশাসন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে