Views Bangladesh Logo

চাঁদার না দেয়ায় স্থানীয়দের হামলায় আহত দুই শিক্ষার্থী

ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই শিক্ষার্থী চাঁদাবাজি টাকা দিতে অস্বীকৃতি জানানোয় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী জুবায়ের আহমেদ জিহান ও আতিকুল ইসলাম সিফাত। তারা ওই সময় একটি দোকান নির্মাণের কাজে ব্যস্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, চবি উন্নয়ন অধ্যয়ন বিভাগের অফিস সহকারী শাহাজউদ্দিন বাবু, স্থানীয় নাজরুল ও শিবলীর সঙ্গে গিয়ে শিক্ষার্থীদের কাছে দোকান নির্মাণের জন্য ৩০ হাজার টাকা দাবি করেন। তারা দাবি করেন, রেলওয়ের ওই জমি তারা লিজ নিয়েছেন। তবে শিক্ষার্থীরা জানান, তারা অন্য একজনের কাছ থেকে জায়গাটি ভাড়া নিয়েছেন। এ নিয়ে তর্কবিতর্কের একপর্যায়ে হাতাহাতি হয় এবং দুই শিক্ষার্থীকে মারধর করা হয়।

সিফাত বলেন, 'দোকানের কাজে ব্যস্ত থাকার সময় কয়েকজন এসে জমির মালিকানা দাবি করে ৩০ হাজার টাকা চায়। আমরা রাজি না হলে তারা আমাদের আক্রমণ করে। আমার মাথায় ঘুষি মারা হয়, আর জিহানের নাক ভেঙে যায়।'

চবি মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. সায়িদা আখতার শাহনাজ জানান, একজন শিক্ষার্থী অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, অপরজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে শাহাজউদ্দিন বাবু বলেন, 'আমরা কোনো টাকা চাইনি। দোকানের টিনের চাল হঠাৎ কেন তোলা হচ্ছে তা দেখতে গিয়েছিলাম। আমি হামলার সঙ্গে জড়িত নই।'

সহকারী প্রক্টর নুর হামিদ কানন বলেন, বিরোধপূর্ণ জমিটি রেলওয়ের এবং এ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা রয়েছে। 'এর আগে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল। আহত শিক্ষার্থীরা মামলা করতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে।'

ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক তালাবদ্ধ করে বিক্ষোভ করেন এবং বিকেল ৫টার দিকে তা খুলে দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ