পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টার পর কার্যালয়ের সামনের সড়কে দুবার ককটেল বিস্ফোরণ হয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, প্রথম বিস্ফোরণটি ঘটে রাত ১০টার দিকে, আর দ্বিতীয়টি হয় ১০টা ৪৫ মিনিটে।
ঘটনার পর এক সংবাদ সম্মেলনে রিজভী বিস্ফোরণের তীব্র নিন্দা জানান এবং দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, ‘এই কাপুরুষতা হামলার মাধ্যমে সরকার আতঙ্ক ছড়াতে চাচ্ছে, শেখ হাসিনার দুঃশাসনের আরেকটি চিত্র এটি; কিন্তু এসব হামলায় বিএনপির নেতাকর্মীরা ভয় পায় না।’
তিনি আরও বলেন, ‘হামলাকারীদের বিষয়ে তাদের ধারণা থাকলেও তদন্ত ও বিচার কাজ সম্পূর্ণভাবে সরকারের দায়িত্ব।’ একই সঙ্গে তিনি সব রাজনৈতিক দলকে এমন ঘটনায় রাজনীতি না করার আহ্বান জানান, কারণ এতে পরিস্থিতি আরও জটিল হতে পারে।
ঘটনার পর রিজভীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলও করেন। বিস্ফোরণে কেউ আহত না হলেও এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার শাহরিয়ার আল মামুন জানান, অজ্ঞাত দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করেছে এবং বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে