Views Bangladesh Logo

ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ছোট লাহিড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোহান আলী (৭), পিতা সফিউল ইসলাম এবং সিয়াম হোসেন (৬), পিতা দবিরুল ইসলাম। তারা একই গ্রামের বাসিন্দা ও চাচাতো ভাই।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল শিশু দুটি। হঠাৎ পা পিছলে পানিতে পড়ে যায় সিয়াম। ভাইকে বাঁচাতে সঙ্গে সঙ্গে পুকুরে ঝাঁপ দেয় সোহান; কিন্তু দুঃখজনকভাবে, কেউই আর ফিরতে পারেনি।

পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মরদেহ উদ্ধার করেন। জানা গেছে, সোহান ও সিয়াম স্থানীয় একটি হাফেজি মাদ্রাসার ছাত্র ছিল। মাদ্রাসা ছুটির দিনে তারা বাড়িতে এসেছিল এবং সেখানেই ঘটে যায় এ দুর্ঘটনা।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দুটি পরিবারে চলছে হৃদয়বিদারক কান্না, শোকের মাতমে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ